স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর বুধবার উপজেলা পশু হাসপাতাল ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রাণিসম্পদ দপ্তর, বগুড়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ তৌফিকুর রহমান, জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, বগুড়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জেদান আল মুসা (পিপিএম), পুলিশ সুপার, বগুড়া এবং জনাব মোঃ আব্দুল ওয়াজেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা, বগুড়া সদর।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব ডাঃ কাজী আশরাফুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বগুড়া।
প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজন করা এ প্রদর্শনীতে আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন, প্রাণিসম্পদ উন্নয়ন, দুগ্ধ উৎপাদন বৃদ্ধি, পশুর স্বাস্থ্যসেবা ও খামার ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন স্টল অংশ নেয়।
বক্তারা বলেন, নিরাপদ মাংস ও দুধ উৎপাদনের ক্ষেত্রে খামারিদের প্রশিক্ষণ ও সঠিক পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, খামারি, প্রাণি সম্পদ সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেয় ।

