মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি:
গত ১৪ জুলাই আনুমানিক সময় ১১.০৫ ঘটিকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন এলাকায় দুইজন ভিকটিম ৭ বছর ও ৯ বছরের শিশুকে ধৃত সাজাপ্রাপ্ত আসামী মোঃ আবু সালাম (৫৫) দশ টাকা করে দেওয়ার ও টিভি দেখার প্রলোভন দিয়ে তার নিজ বাড়ীতে নিয়ে যায়। অতঃপর আসামী মোঃ আবু সালাম (৫৫) তার নিজ শয়ন ঘরে ভিকটিম দ্বয়কে ধর্ষণের চেষ্টার ফলে ভিকটিমদ্বয় অসুস্থ হয়ে যায়।
পরবর্তীতে ভিকটিম অসুস্থ হওয়ায় ধৃত আসামী তার বাড়ী হতে ভিকটিম দ্বয়কে কৌশলে বের করে দেয়। ভিকটিম দ্বয় নিজ বাড়ীতে এসে কান্নাকাটি করলে পরিবারের লোকজন ভিকটিমদ্বয়কে জিজ্ঞাসা করলে উক্ত ঘটনার বিষয়টি জানতে পারেন।
বিষয়টি তাৎক্ষনিক থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে গ্রামবাসীর সহায়তায় আসামী মোঃ আবু সালাম (৫৫) কে গ্রেফতার করেন এবং তার বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মামলা নং-২৯/২৫৮, তারিখ-১৪ জুলাই ২০১৭ খ্রি. ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ৯ (১) সংক্রান্তে ধর্ষণ মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
উক্ত ধর্ষণ মামলার বিচার কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত আসামী মোঃ আবু সালাম (৫৫) কে ৬০ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।
অদ্য ০৪ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখ সিপিএসসি, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উপরোক্ত মামলার ধৃত সাজাপ্রাপ্ত আসামী মোঃ আবু সালাম ৬০ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত হওয়ায় সে দীর্ঘদিন আত্মগোপনের উদ্দেশ্যে বগুড়া জেলার গাবতলী পৌরসভার মাস্টারপাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ সময় ১৪.৩০ ঘটিকায় সিপিএসসি, বগুড়া এর একটি আভিযানিক দল বগুড়া জেলার গাবতলী থানার অন্তর্গত গাবতলী পৌরসভার মাস্টারপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার ৬০ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আবু সালাম (৫৫), পিতা-মৃত বাচ্চা মোল্লা, সাং-পূর্ব বীর নগর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীকে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।