ঢাকাSaturday , 7 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বগুড়ায় শাহ ফতেহ আলী ব্রীজ তৈরীতে ঢিলে ভাব, জনগণের দুর্ভোগ চরমে।

    দেশ চ্যানেল
    September 7, 2024 12:59 pm
    Link Copied!

    মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি-

    বগুড়ার মূল শহরে প্রবেশের অন্যতম প্রধান মাধ্যম শাহ ফতেহ আলী ব্রিজ। ব্রীজটি ভাঙা ও নতুন ব্রিজ নির্মাণ শুরুর পর থেকেই চরম দুর্ভোগের শিকার পূর্ববগুড়ার মানুষ ।

     

    ১৯৭০ সালে নির্মিত ফতেহ আলী ব্রিজটি কে ২০১৮ সালের আগস্টে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এর তিন মাস পর ব্রিজটির ওপর দিয়ে ভারি যান চলাচল বন্ধে উভয় পাশে তিনটি করে মোট ছয়টি পিলার বসানো হয়। দীর্ঘ সময় পর গুরুত্বপূর্ণ এই ব্রিজ ভেঙে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে ৬৮ মিটার দৈর্ঘ্য ১২ দশমিক ৩ মিটার চওড়া করে গত বছরের ২২ মে নির্মাণ কাজ শুরু হয়।

    নির্মাণের শুরুর থেকেই ঢিমেতালে কাজ করার অভিযোগ তোলেন স্থানীয়রা। চলতি বছরের জুনে কাজ শেষ করার কথা থাকলেও তা বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করা হয়। ব্রিজটি ভাঙার পর পূর্ববগুড়ার মানুষের শহরে প্রবেশের জন্য এপথে কোন বিকল্প পরিকল্পনা ছিল না। পরবর্তীতে ওই এলাকার মানুষের দাবির মুখে সড়ক ও জনপথ বিভাগ নদীর ওপর বাঁশের সাঁকো তৈরি করে দেয়।

    কিন্তু চাপ বাড়ায় আরেকটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। পূর্ব বগুড়ার তিন উপজেলাসহ ওই অঞ্চলের কয়েক লাখ মানুষ বিভিন্ন যানবাহনে চেলোপাড়ায় নেমে হেঁটে বাঁশের সাঁকো দিয়েই মূল শহরে প্রবেশ করেন। মানুষের চলাচলে এতটাই চাপ তৈরি হয় যে, নদীর পূর্বপারে করতোয়া মার্কেট সংলগ্ন রাস্তাটি কয়েক দফা ধসে যায়।

    তবে সড়ক ও জনপথ বিভাগ মানুষের চলাচলের জন্য ধসে যাওয়া জায়গাটি সংস্কার করলেও ঝুঁকি থেকেই গেছে। হাঁটা পথে পাকা স্লাব থাকলেও নিচের মাটি একেবারেই ধসে প্রাণহানির শঙ্কা তৈরি হয়েছে।

     

    স্থানীয়রা দাবি করে বলেন, সময় মত ব্রিজটির নির্মাণ কাজ শেষ না হওয়ায় পূর্ববগুড়ার মানুষের দুর্ভোগ চরম আকার ধারন করেছে। বাঁশের সাঁকো পার হতে হাঁটা পথটিও এখন প্রাণহানির শঙ্কা তৈরি করেছে। এই অঞ্চলের মানুষ দ্রুত ব্রিজের নির্মাণ কাজ শেষ এবং পায়ে চলাচলের পথটি ঝুঁকিমুক্ত করার দাবি জানিয়েছেন বাশের সাঁকো দিয়ে পারাপার হওয়া পূর্ব বগুড়ার সাধারন মানুষ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST