মিলন হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি
র্যাবের যৌথ অভিযানে বগুড়ার শেরপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি মোঃ স্বপন মিয়া (৩১) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ স্বপন মিয়া গাইবান্ধা সদর উপজেলার টিনদহ এলাকার মোঃ মুসা মিয়ার ছেলে। বর্তমানে তিনি বগুড়ার শেরপুর উপজেলার খন্দকারপাড়া এলাকায় ফরেস্ট গেটের উত্তর পাশে মোঃ আলমগীর হোসেন এর ভাড়া বাসায় থাকতেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন।
আজ বুধবার (২০ মার্চ) র্যাব-১২ বগুড়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র্যাব-১২ বগুড়া ও র্যাব-১৪ টাংগাইল একটি যৌথ অভিযান চালায়। এসময় ময়মনসিংহের কোতোয়ালী উপজেলার বেড়িবাদ কালিবাড়ি এলাকায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শেরপুর থানায় পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে, গাইবান্ধা সদর উপজেলার টিনদহ এলাকার একজন মহিলা তার ৭ বছরের মেয়েকে নিয়ে বগুড়ার শেরপুর উপজেলার খন্দকার পাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন। গত ১৫ মার্চ দুপুর ২টার দিকে তিনি তার শিশু মেয়েকে বাসায় রেখে খাবার কিনতে বাহিরে গেলে স্বপন তার শিশু মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় ১৬ মার্চ শিশু মেয়েটির মা বাদী হয়ে বগুড়ার শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার সূত্র ধরে আসামি স্বপনকে গ্রেফতার করে র্যাব।