মিলন হোসেন
বগুড়া জেলা প্রতিনিধি –
বগুড়া জেলার কাহালু উপজেলার বীরকেদার নামক স্থানে দ্রুতগতিতে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জুয়েল রানা নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলার বীরকেদার সাজুর ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল রানা একটি কসমেটিকস কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী সরকার।
তিনি জানান , শুক্রবার বিকালে মোটরসাইকেলে করে বীরকেদারের চৌমুহনী থেকে বারো মাইলের দিকে যাচ্ছিলেন জুয়েল। এ সময় তার কানে হেডফোন ছিল এবং মোটরসাইকেলের গতিও ছিল অনেক। সাজুর ইটভাটার কাছে পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি টিনশেড ঘরের দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জুয়েল মারা যান।
তবে, কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                