ঢাকাTuesday , 9 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত।

দেশ চ্যানেল
December 9, 2025 10:09 am
Link Copied!

আব্দুল গাফফার শেরপুর বগুড়া প্রতিনিধি

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস–২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে ও সহ-সভাপতি সাংবাদিক আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)এম.আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার,সহ-সভাপতি প্রতিভা রানী,সদস্য মামুনুর রশিদ, রামকৃষ্ণ মহন্ত, আঞ্জুমান আরা বেগম, আফরোজা নার্গিস সাথী, সমাজকর্মী রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি হয়। এই দুর্নীতি কারো একার পক্ষে প্রতিরোধ করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন গড়ে তোলা। দুর্নীতির প্রধান কারণ হচ্ছে স্বার্থপরতা। স্বার্থ রক্ষার্থে মানুষ তার জায়গা থেকে দুর্নীতি করে। যে কোন দুর্নীতি বন্ধ করতে চাইলে সকল সামাজিক সংগঠনের অংশ গ্রহণে আন্দোলন গড়ে তুলতে হবে। এ সময় বক্তারা আরো বলেন, নিজের নীতি আদর্শ ঠিক রাখলে দুর্নীতি মুক্ত হবে। আমাদের একটাই স্লোগান হোক আমরা দুর্নীতি করবো না কাউকে করতে দিবো না। প্রতিটি স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি দমন প্রতিরোধের সচেতনতা বাড়াতে হবে। তাদের মধ্যে দুর্নীতি বিরোধী শিক্ষা ছড়িয়ে দিতে হবে। দুর্নীতিতে সুখ নেই। দুর্নীতিবাজরা সুখী নেই সুখে থাকতে পারে না। দুর্নীতি প্রতিরোধ করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, শিক্ষক শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজন অংশ নেন। সভা শেষে দুর্নীতিবিরোধী অঙ্গীকার পাঠ ও শপথ গ্রহণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST