ঢাকাTuesday , 24 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

দেশ চ্যানেল
October 24, 2023 8:24 am
Link Copied!

আব্দুল গাফ্ফার
শেরপুর (বগুড়া)প্রতিনিধি

বগুড়া শেরপুরে শয়ন কক্ষ থেকে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।ওই শিক্ষার্থীর নাম নয়ন মিয়া (২২)।মঙ্গলবার ২৪ অক্টোবর দুপুরে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী গ্রামস্থ বসতবাড়ির নিজ শয়নকক্ষ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।পরে ময়নাতদন্তের জন্য লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল (শজিমেক)মর্গে পাঠানো হয়।নিহত নয়ন ওই গ্রামের মজনু মিয়ার ছেলে।পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায় নয়ন ঢাকা মহানগর নার্সিং ইনস্টিটিউটে লেখাপড়া করে।তিনি সোমবার ঢাকা থেকে বাড়িতে আসে।রাতের খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে।পরের দিন মঙ্গলবার সকালে ঘুম থেকে না উঠায় তার ঘরের দরজায় গিয়ে ডাকাডাকি করা হয় কিন্তু তার কোন সারাশব্দ পাওয়া যাচ্ছিলো না। পরে তার মা জানালার ফাক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে একই চিত্র দেখে থানায় সংবাদ দেন।এরপর পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই)শাহাদত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান,সম্ভবত তার মায়ের ওপর অভিমান করে শয়ন কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। এরপরও মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলেই কেবল মৃত্যুর প্রকৃত কারণ জানা ও বলা সম্ভব হবে।
এদিকে স্থানীয় একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, পড়াশুনা এবং কলেজের অনুপস্থিতি থাকা নিয়ে সোমবার রাতে মায়ের সঙ্গে তার ঝগড়া হয়।এক পর্যায়ে রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে পড়ে।পরবর্তিতে রাগ ক্ষোপে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেছে ওই কলেজ শিক্ষার্থী।
জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবু কুমার সাহা বলেন,আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST