আব্দুল গাফফার শেরপুর বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ হারিয়েছেন লিপি আক্তার (৩৫)। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ভবানীপুর ইউনিয়নের ইটালি এলাকায় আব্দুল মোমেন কোম্পানির মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত লিপি আক্তার ইটালীপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী। সংসারের অভাব-অনটনে তিনি দিনমজুরের কাজ করতেন এবং মাঠে ঘাস-শাক কেটে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে লিপি আক্তার ঘাস কাটতে মাঠে যান। টানা বৃষ্টির কারণে মাঠজুড়ে পানি জমে ছিল। অজান্তেই তিনি পানির নিচে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।