ঢাকাMonday , 9 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে চার বছরের শিশু ধর্ষণের শিকার, রক্তাক্ত অবস্থায় উদ্ধার

দেশ চ্যানেল
October 9, 2023 3:31 pm
Link Copied!

আব্দুল গাফ্ফার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে বিস্কুট খাওয়ানোর কথা বলে চার বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ওই শিশুটিকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ওমর আলী (৫৫) গা-ঢাকা দেওয়ায় পুলিশ তাকে ধরতে পারেনি। তবে তাকে ধরতে পুলিশি অভিযান চলছে বলে জানিয়েছেন শেরপুর থানার ওসি বাবু কুমার সাহা। অভিযুক্ত লম্পট ওমর আলী উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা দক্ষিণপাড়া গ্রামের (পলেস্টারপাড়া) মৃত হযরত আলীর ছেলে। সোমবার (০৯অক্টোবর) দুপুরে ওমর আলী একই ইউনিয়নের নওদাপাড়া গ্রামস্থ ভাড়া বাসায় নিয়ে ধর্ষণের ঘটনাটি ঘটায়।
ভিকটিমের পরিবার জানান, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের নওদাপাড়া (মুন্সিপাড়া) এলাকায় লিটন মিয়ার মালিকানাধীন চাতালে ওই শিশুটি খেলা করছিল। আর পাশের আব্দুল মোমিনের চাতালে কাজ করেন অভিযুক্ত ওমর আলী। সে কারণে ওই এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন। একপর্যায়ে সোমবার দুপুর বারো টার দিকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে বাড়ি নিয়ে যায় লম্পট ওমর আলী। এসময় বাড়িতে কেউ ছিলেন না। পরে শিশুটির জামা-কাপড় খুলে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে অসুস্থ অবস্থায় শিশুটি বাড়িতে গিয়ে তার মায়ের নিকট গিয়ে ঘটনাটি জানায়। এরপর রক্তক্ষরণ শুরু হলে শিশুটিকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সেখানে অবস্থা অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয় বলে ভুক্তভোগী শিশুটির পরিবার জানায়।
ধর্ষণের শিকার শিশুটির মা অভিযোগ করে বলেন, ওমর আলী বিস্কুট খাওয়ানোর কথা বলে নিজ বাড়ির শয়সকক্ষে নিয়ে আমার চার বছরের মেয়েকে ধর্ষণ করেছে। একপর্যায়ে রক্তক্ষরণ শুরু হলে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় বাড়ি এসে আমাকে ঘটনাটি খুলে বলে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি এই ঘটনার ন্যায় বিচার প্রার্থনা করছি। ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
জানতে চাইলে শেরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষণের শিকার শিশুটির হাসপাতালে চিকিৎসা চলছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। সেইসঙ্গে অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান চলছে। দ্রুততম সময়ের মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনা সম্ভব হবে বলে দাবি করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST