ঢাকাFriday , 22 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে ৫৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ ও লীলাকীর্তন শুরু

দেশ চ্যানেল
March 22, 2024 9:30 am
Link Copied!

আব্দুল গাফ্ফার শেরপুর বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুরে টাউন বারোয়ারি হরিবাসর কমিটির উদ্যোগে ৫৬ প্রহর ব্যাপি মহানাম যজ্ঞ ও লীলা কীর্তন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২১মার্চ) রাতে অধিবাসের মধ্যদিয়ে পৌরশহরের ঘোষপাড়ার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এ উপলক্ষ্যে ওইদিন বিকেলে একটি বিশাল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান মজনু।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক নিমাই ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজামাল সিরাজী, শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু,নেতা সুজিত বসাক, প্রদীপ সাহা, অরুনাংশু মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন। বর্ণাঢ্য ওই শোভাযাত্রায় হিন্দু সম্প্রদায়ের অসংখ্য নারী-পুরুষ ভক্তরা অংশ নেন।

শেরপুর টাউন বারোয়ারি হরিবাসর কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক নিমাই ঘোষ জানান, প্রতিবছরের ন্যায় এবারও সাতদিন ব্যাপি ৫৬ প্রহর মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলাকীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হয়েছে ওই অনুষ্ঠানটি। এটি ৬৪তম মাঙ্গলিক অধিবেশন। আগামি ২৯মার্চ পর্যন্ত চলা এই অধিবেশনে দেশ-বিদেশের একাধিক দল নাম ও কীর্তন পরিবেশ করবেন। উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ ভক্তরা যোগ দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তাই ওই ধর্মীয় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয় বলে হরিবাসর কমিটির ওই নেতা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST