মিলন হোসেন,
বগুড়া জেলা প্রতিনিধি-
১০ ফেব্রুয়ারি ২০২৪ (শনিবার) বগুড়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে “আনন্দধারা ২০২৪” নামক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া জেলা পুলিশে কর্মরত সকল পুলিশ সদস্য অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মধ্যে দিয়ে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করেছেন। মূলত তাদের এই পরিশ্রমকে স্বীকৃতি জানানো, জেলা পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের এক দিনব্যাপী আনন্দ উপহার প্রদানের জন্য পুলিশ সুপার মহোদয় এই অনুষ্ঠানের আয়োজন করেন।
জনাব মোঃ আনিসুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) সম্মানিত ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস, চিত্রাভিনেতা নিরব, সংগীতশিল্পী ইমরান, কর্নিয়া, রম্যশিল্পী আবু হেনা রনি’সহ দেশ বরেণ্য গুণী শিল্পীদের বিভিন্ন ধরণের দল নৃত্য, গান, সুন্দর ও সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানকে আরো প্রানবন্ত করে তোলেন।
নান্দনিক সাজসজ্জা, রুচিসম্মত নৈশ আপ্যায়ন সর্বোপরি প্রাণবন্ত আতশবাজি “আনন্দধারা ২০২৪” অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
উক্ত সাংস্কৃতিক সন্ধ্যায় জনাব সুনন্দা রায়, বিপিএম, সভানেত্রী, পুনাক, বগুড়া ও অতিরিক্ত ডিআইজি, পুলিশ হেড কোয়ার্টার্স ঢাকা, জনাব মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক বগুড়া, বিজ্ঞ জেলা ও দায়রা জজ জনাব একেএম মোজাম্মেল হক চৌধুরী, অধিনায়ক, রাডার ইউনিট বগুড়া, জেলা পুলিশ, প্রশাসন, এনজিও কর্মী, সাংবাদিক, শিক্ষক, সাহিত্যিক ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।