স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় সেউজগাড়ীতে কোবরা-কোবরা স্লোগান দিয়ে ইন্টারনেট অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রবিবার ( ২৬ অক্টোবর ) সন্ধ্যা সাড়ে ৭ টায় বগুড়া শহরের সেউজগাড়ীর নার্সিং হোমের পশ্চিমে এসএম সামিউল এন্টারপ্রাইজ নামক একটি ইন্টারনেট দোকান ও অফিসে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মোটর সাইকেলযোগে এসে কোবরা কোবরা স্লোগান দিয়ে ভাঙচুর ও টাকা লুট করে নিয়ে যায়। ওই অফিসের টেকনিশিয়ান আপেল জানান যে, উক্ত ব্যক্তিবর্গ এসে সামিউলের খোঁজ জানতে চায় ও তাকে বলে ফোন দে সামিউলকে এরপর তাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে ও ঘুষি মারে। পরে তারা অফিসের চেয়ার, টেবিল ও ভাঙচুর করে, কোবরা- কোবরা স্লোগান দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
এদিকে আপেল জানান, হামলাকারীরা সবাই মাদকাসক্ত ছিলো। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটতে।
উল্লেখ, সামিউল ৮ নং ওয়ার্ডে বিএনপি থেকে কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন।
বগুড়া স্টেডিয়াম ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

