স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা এলাকায় বুধবার (২১ মে) দুপুরে মো: আব্দুল কাদের (৩৬) নামে এক যুবককে অস্ত্রের আঘাতে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।
আহত আব্দুল কাদের শেরপুর উপজেলার জামালপুর এলাকার বাসিন্দা তার পিতার নাম আজাদুল হক।
আটক কৃতরা হলেন, বগুড়া শহরের নাটাই পাড়ার এলাকার হায়দার আলী পুত্র আপন (১৮), মুন্টু মিয়ার পুত্র নুর আলম (২০) ও খান্দার এলাকার সোবহানের পুত্র মিজান (২৫)।
জানা যায়, গত বুধবারে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কাদেরকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনার ব্যাপারে শাজাহানপুরে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম জানান, এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।