মিলন হোসেন,বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া শিবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন এবং এই ঘটনায় আহত হয়েছেন একজন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা চৌমাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের ধাওয়াকান্দি গ্রামের বাসিন্দা।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল এই বিষয়গুলো নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মোটরসাইকেলে করে চালক ডাবলু মিয়া ও আরোহী সাইদুল ইসলাম বগুড়া-রংপুর মহাসড়ক পার হওয়ার সময় বগুড়াগামী একটি ট্রাক বাইকটিকে ধাক্কা দেয়। এতে সাইদুল ইসলাম ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এ ঘটনায় আহত হন শিবগঞ্জের চন্ডিহারা এলাকার বাসিন্দা মোটরসাইকেল চালক ডাবলু মিয়া। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের এ কর্মকর্তা
মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।