আব্দুল গাফফার
শেরপুর বগুড়া প্রতিনিধি
শ্রেণীকক্ষে পাঠদান চলছিল। হঠাৎ সিলিং ফ্যানটি খুলে মাটিতে পড়ে। এতে বিদ্যালয়ের দুই ছাত্রী আহত হয়েছেন। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর। তার মাথা ফেটে যাওয়ায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (০৩ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ে ওই ঘটনাটি ঘটে।
ফ্যান খুলে পড়ে আহত দুইজন হলেন- ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সজনী সিং ও মোছা. আঁখি আক্তার।
খোঁজ নিয়ে জানা যায়, অন্যান্য দিনের ন্যায় ঘটনার সময় শ্রেনীকক্ষে শিক্ষক পাঠদান দিচ্ছিলেন। এসময় হঠাৎ সিলিং ফ্যান খুলে পড়ে। এতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের গোঁড়তা গ্রামের শ্রী নান্টু চন্দ্র সিংয়ের মেয়ে শ্রী-মতি সজনী সিং ও ছোনকা সরকারপাড়া গ্রামের আলাউদ্দিনের মেয়ে আঁখি আক্তার আহত হন। এরমধ্যে সজনীর মাথা ফেটে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানতে চাইলে ছোনকা দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদী খুদা বলেন, বিগত কয়েকমাস আগে বিদ্যুতের ওয়ারিংয়ের কাজ করা হয়েছে। কিন্তু এরপরও হঠাৎ ফ্যান খুলে পড়ে দুই ছাত্রী আহত হওয়ার ঘটনাটি খুবই দুঃখজনক। তবে আহত ছাত্রীদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরই তারা সুস্থ হয়ে উঠছেন বলে জানান তিনি।