বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার, নওগাঁ
নওগাঁর পত্নীতলায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন ২০২৫ উদযাপন উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন গির্জায় জিআর (চাল) বিতরণ করা হয়েছে।
আজ ২২ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে বাবু যোসেফ হেমব্রম’র সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই খাদ্যশস্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীমুজ্জামান মিলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,উপজেলা হিন্দু ঐক্যফ্রন্টের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমূখ উপস্থিত থেকে সংশ্লিষ্ট গির্জার প্রতিনিধিদের হাতে চালের ডিও (বরাদ্দপত্র) তুলে দেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। বড়দিনের এই উপহার খ্রিস্টান সম্প্রদায়ের উৎসবকে আরও আনন্দময় করবে।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বিভিন্ন গির্জার পুরোহিত ও খ্রিস্টান সম্প্রদায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার নির্দিষ্ট সংখ্যক গির্জার অনুকূলে এই সরকারি বরাদ্দ প্রদান করা হয়।

