মাসুদ রানা বাশার আমতলী উপজেলা প্রতিনিধি
বরগুনা জেলার আমতলী থানার হলদিয়া ইউনিয়নের পশ্চিম ছিলা গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মনিরুল ইসলাম গাজীর ছেলে জাকরিযা (২২) ছোটবেলা থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন।
গতকাল দুপুরে নিজ বাড়ির পাশে তিনি বিষপান করেন বলে পরিবারের সদস্যরা জানান। দ্রুত তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের মতে, জাকরিযা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ছিলেন এবং এ কারণে তিনি এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিতে পারেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।