মোঃ মশিউর রহমান সুমন।
বরিশাল জেলা প্রশাসনের সৌজন্যে বরিশাল জেলা সম্মিলিত সাংবাদিক ফোরামের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল (৪জানুয়ারি) বিকাল ৪টায় পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরাম এর হাসপাতাল রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচী বাস্তবায়িত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দৈনিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদক এসএম রাকিবুল হাসান ফয়সাল, সহসভাপতি মাসুম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন বায়েজিদ, সহ তথ্য বিষয়ক সম্পাদক সৈয়দ নাঈম, কার্যনির্বাহী সদস্য সুব্রত বিশ্বাস, আলোকিত পারভেজ প্রমুখ।
এসময় অসহায় দুস্থ মানুষ শীতবস্ত্র পেয়ে সম্মিলিত সাংবাদিক ফোরামের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।