মোঃ সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।
যশোরের ঝিকরগাছার বাঁকড়া প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকালে বাঁকড়া জেকে হাইস্কুলের হলরুমে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করেন প্রেসক্লাবের উপদেষ্টা রফিকুল ইসলাম।
বিল্লাল হোসেন (দৈনিক যশোর) সভাপতি ও রেজোয়ান কবির (দৈনিক আমার সংবাদ) সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি সুজন মাহমুদ, সেলিম আহম্মেদ।
যুগ্ম সাধারণ সম্পাদক- আবু জাফর জামাল। সাংগঠনিক সম্পাদক- জয়নাল আবেদীন, কোষাধাক্ষ খলিলুর রহমান, প্রচার সম্পাদক টিটু শাকিল, তথ্য ও গবেষনা সম্পাদক শামিরুল ইসলাম, কায্যনির্বাহি সদস্য জয়নাল আবেদীন,উত্তম মন্ডল ও আনোয়ার জাহিদ।সদস্য মহাসিন আলম, মিজানুর রহমান,জাহাঙ্গীর আলম ও আবু রায়হান।
এই নতুন কমিটি প্রেসক্লাবের কার্যক্রম আরও সমৃদ্ধ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কাজ করবে।