ইব্রাহিম খলিল শার্শা প্রতিনিধি
আজ ২০ এ নভেম্বর ২০২৪ শুক্রবার সকাল ৭.৩০মিঃ এ শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনটি ইব্রাহিম খলিলের সঞ্চালনায় ও দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে উলাশী ইউনিয়নের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের, মনোনীত সভাপতি , জনাব দ্বীন মোহাম্মদ, সেক্রেটারি, মিজানুর রহমান।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আদম আলী শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, যশোর জেলা। বিশেষ অতিথি জনাব হাবিবুর রহমান সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, শার্শা উপজেলা। মাওলানা শেহের শাহ সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামী, উলাশী ইউনিয়ন, আবুল খায়ের সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী,উলাশী ইউনিয়ন।
সম্মেলনে উলাশী ইউনিয়নের, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের, সভাপতি ও সহসভাপতি সহ সকল কার্যকরী সদস্যদের শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে নিজেদেরকে দ্বায়িত্ব পালনের অঙ্গীকারবদ্ধ করেন।
এসময় বক্তারা বলেন,আমরা রাজনীতি করি আল্লাহর জন্য, আমরা চাই বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষের পাশে দাড়িয়ে তাদের সুখে দুঃখে থাকতে।
আরো বলেন আগামী নির্বাচনে শ্রমিকদের অগ্রনী ভুমিকা রাখতে হবে,এবং এখন থেকে মানুষের মাঝে নিজেদের আচার-আচরণ দিয়ে তাদেরকে আপন করে নিতে হবে।