পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে জাতীয় পুষ্টি সপ্তাহ ও নিরাপদ মাতৃত্ব দিবস ২০২৫ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফ এর সহযোগিতায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স র্যালী ও আলোচনা সভার আয়োজনে করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফের সভাপতিত্বে ও ডা. নুরজাহানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিক কুমার কুন্ড।
এসময়ে বক্তারা বলেন, পুষ্টি ও মাতৃত্ব এ দুটি বিষয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভিত গঠনে প্রধান ভূমিকা রাখে। তাই পরিবার, সমাজ, এবং রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ ছাড়া আমরা এগিয়ে যেতে পারি না।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, নার্স, সংবাদকর্মী ও স্থানীয় সূধীগণ অংশগ্রহন করেন।