হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা
সুন্দরবন দূষণ এর সাথে সম্পর্কিত পরিনতি সম্পর্কে সুন্দরবন সংলগ্ন এলাকার জনগনকে সচেতন,প্লাষ্টিক বর্জ ব্যাবস্থাপনা ও দূষন প্রতিরোধে জনসচেতনাতা তৈরি ও জন অংশ গ্রহন নিশ্চিকরতে গনমাধ্যম কর্মীদের নিয়ে জার্নালিজম ফর সুন্দরবন এর কমিটি গঠন করা হয়েছে । বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামানকে আহবায়ক ও যমুনা টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি মো: ইয়ামিন আলীকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে । যুগ্ম আহবায়ক করা হয়েছে পরিবেশ কর্মী মো: নূর আলম শেখ, মো: সবুর রানা ও মশিউর রহমান মাসুম কে । এছাড়া সিনিয়র সাংবাদিক মো: শাহআলম টুকু, মো : দেলোয়ার হোসেন, শেখ আহসানুল করিম, বাবুল সরদার, শওকাত আলী বাবু ও মোয়াজ্জেম হোসেন মজনুকে উপদেষ্টা করে ৩২ সদস্য বিশিষ্ট জার্নালিজম ফর সুন্দরবন এর কমিটি গঠন করা হয়েছে । শনিবার দুপুরে শহরের একটি হোটেলের অডিটরিয়ামে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের আয়োজনে বাগেরহাট জেলার গনমাধ্যম কর্মীদের নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয় । সেমিনারে সুন্দরবন সংলগ্ন ৫টি জেলা বাগেরহাট , সাতক্ষিরা, খুলনা, পিরোজপুর ও বরগুনায় পর্যায় ক্রমে এই কমিটি গঠন করা হবে ।
সেমিনারে রুপান্তরের প্রোগ্রাম ডিরেক্টর শাহাদ হোসেন বাচ্চু, কো অর্ডিনেটর সুভাষিশ ভট্রচার্জ, জেলা কো অর্ডিনেটর খোন্দকার জিলানী হোসেন, প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান , সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম উপস্থিত ছিলেন ।