হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।
বাগেরহাটে জিয়া পরিষদের জেলা কমিটি ঘোষনা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও শহীদ জিয়া পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি এম.ডি.শহিদুল ইসলাম (রানা), সাধারণ সম্পাদক শাওন মুহাম্মদ জিসান ও দপ্তর সম্পাদক হৃদয় ইসলাম কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বাগেরহাট জিয়া পরিষদের নেতাকর্মীরা। সোমবার (৯ ডিসেম্বর) বিকালে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে অভিনন্দন মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় শহিদ মিনারে এশে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তৃতা করেন জেলা কমিটির সভাপতি এমডি শহিদুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক শাওন মুহম্মদ, সিনিয়ার যুগ্ম সাধারন সম্পাদক টুটুল সহ শহীদ জিয়া পরিষদের বিভিন্ন নেতাকর্মীরা। এর পূর্বে মোঃ সোহেল রানা কে সভাপতি ও মল্লিক সাইদ কে সাধারন সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন ঘোষনা করেন শহীদ জিয়া পরিষদের কেন্দ্রীয় সংসদের সভাপতি এম.ডি.শহিদুল ইসলাম (রানা), সাধারণ সম্পাদক শাওন মুহাম্মদ জিসান।