ঢাকাTuesday , 10 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বাগেরহাটে রামপালের তরুণীকে ধর্ষণ ও গর্ভপাতের মামলার প্রধান আসামি আটক ১।

    দেশ চ্যানেল
    October 10, 2023 7:45 am
    Link Copied!

    হারুন শেখ রামপাল প্রতিনিধি।

    বাগেরহাটে রামপাল, ১৪ বছরের এক তরুণীকে জোরপূর্বক ধর্ষণ, গর্ভপাত, করানোর মামলার প্রধান আসামি জাহাঙ্গীর শেখকে (৬১) গ্রেফতার করেছে র‌্যাব-৬। সোমবার (৯ অক্টোবর) রাতে খুলনার সোনাডাঙ্গা থানার ছোট বয়রার ডাক্তারপাড়া এলাকা হ,ইতে তাকে গ্রেফতার করা হয়। তিনি রামপাল উপজেলার মল্লিকের বেড় গ্রামের মৃত জাবেদ আলী শেখের ছেলে।

    র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে সোমবার (৯ অক্টোবর) রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

    র‌্যাব জানায়, র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল ৯ (অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার সোনাডাঙ্গা থানার ছোট বয়রার ডাক্তারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ ও গর্ভপাত করা মামলার প্রধান পলাতক আসামি জাহাঙ্গীর শেখকে গ্রেফতার করে।

    র‌্যাব জানায়, আসামি জাহাঙ্গীর শেখ ভিকটিমকে বিভিন্ন লোভ-লালসা এবং ভয়ভীতি দেখিয়ে নিজের ঘরে রাত ও দিনের বিভিন্ন সময়ে ধর্ষণ করেন,এতে ভিকটিম তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন, আসামি নিজেকে বাঁচানোর জন্য এক পর্যায়ে, ভিকটিমকে মারপিট এবং মৃত্যুভয় দেখিয়ে জোরপূর্বক গর্ভের ভ্রুণ নষ্ট করার জন্য মেডিসিন খাওয়ান। এতে ভিকটিম পেটে তীব্র ব্যথ্যা অনুভব করে। পরবর্তী সময়ে ভিকটিমের নিকটাত্মীয় বিষয়টি টের পেয়ে বাগেরহাট সদর হাসপাতালে ভিকটিমের শারীরিক পরীক্ষা করে গর্ভে ভ্রুণের উপস্থিতি নিশ্চিত করে।

    এ বিষয়ে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে বাগেরহাটের রামপাল থানায় ধর্ষণ ও গর্ভপাত করার মামলা করেন। বিষয়টি জানাজানি হলে আসামি বাড়ি থেকে পালিয়ে যান। ঘটনাটি জানতে পেরে র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে আসামিকে গ্রেফতার করে।

    গ্রেফতার আসামিকে রামপাল থানায় হস্তান্তর করা হবে বলে জানায় র‌্যাব।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by: BD IT HOST