হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাগেরহাটে বাইতুল লতিফ জামে মসজিদের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতী রকেট স্পোর্টিং ক্লাব মাঠে ২৩ ডিসেম্বর রবিবার সকাল ৯ (নয়)টায় কোরআন তেলাওয়াত সংগীত ও রচনা প্রতিয়োগিতা সহ ছয়টি ইভেন্টে প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশ নেয়। এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক প্রয়াত গুণিজন শিক্ষক লতিফ মাষ্টারের জ্যেষ্ঠ পুত্র ১১ তম বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তা ফরিদুর ইসলাম বাবলু,আমেরিকার প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলুর দিকনির্দেশনায় স্বনামধন্য শিক্ষক মিফতা উদ্দিনের পরিচালনায় পড়ন্ত বিকালে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস,এম,ছায়েদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব হযরত মাওলানা আঃ মাবুদ সাহেব,সুপ্রিম কোর্টের ডেপুটি এটনি জেনারেল রাসেল আহম্মেদ, কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মইনুল ইসলাম।এছাড়া অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস,এম,মোর্শেদ,প্রয়াত লতিফ মাষ্টারের কনিষ্ঠপুত্র প্রকৌশলী জাহিদুল ইসলাম, জেলা জজ আদালতের সহকারী এপিপি অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন,বায়তুল লতিফ জামে মসজিদের সভাপতি শহর আলী,সাধারণ সম্পাদক কবির হোসেন,শিক্ষক শাহাজান হোসেন,যুবদল নেতা আমানুর হোসেন,শ্রমিক দল নেতা,জাহাঙ্গীর হোসেন, স্বপ্ননীড় এর সাধারণ সম্পাদক শামিম হোসেন সদস্য মাহফুজুর রহমান, মৎস্যজীবী দলনেতা আসলাম শেখ, বোরহান উদ্দীন,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি তরুণ সমাজ সেবক মোঃ সুমন হাওলাদার প্রমুখ। ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগীতায় অংশগ্রহনকরী বিজয়ীদের মাঝে আকর্ষনীয় পুরস্কার বিতারণ করা হয়।ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমন্ত্রিত অতিথিদের আগমনে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। দীর্ঘদিন ধরে লতিফ মাস্টার ফাউন্ডেশন এর উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় শিক্ষাবৃত্তি সহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে। ইতিমধ্যে এখানে পদ্মনশীল মা বোনদের জন্য নির্মাণ করা হয়েছে নান্দনিক দুইটি জামে মসজিদ ও স্বপ্ননীল বৃদ্ধাশ্রম।