হারুন শেখ রামপাল বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট রামপালে বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি)’র পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১ টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে দলিল পরিষদ এ স্মারকলিপি প্রদান করেন।
তারা গত ৫ এপ্রিল ২০২৩ জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী আইন পাশ, দলিতদের জন্য সংরক্ষিত আসন ও সরকারি চাকুরীতে কোটা বরাদ্দের দাবীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বরাবর দাবী পেশ করে মূলত এ স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দলিত পরিষদের সভাপতি রবীন্দ্র নাথ দাস, সাধারণ সম্পাদক বিনয় কৃঞ্চ বিশ্বাস, সদস্য দিপক দাস, দুলাল চন্দ্র দাস, কৃঞ্চ দাস, সুখচাঁন দাস, অখিল চন্দ্র পাল, বিশ্বজিৎ শীল, বিজয় কৃঞ্চ দাস, নিতাই দাস, শ্যামল দাস, মিলন দাস, সজল দাস, তপন দাস, পলাশ দাস, বাবলু দাস ও গোপাল দাস প্রমুখ।