হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।
বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতী গ্রামে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে বেশরগাতী ক্লিনিক পরিচালিত অসহায় রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবার যাত্রা শুরু হয়েছে। ১৮ জানুয়ারি সকাল১০(দশটায়) এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে লতিফ মাষ্টার ফাউন্ডেশনের প্রয়াত গুণীজনজন শিক্ষক লতিফ মাষ্টারের জ্যৈষ্ঠ পুত্র বিগত সময়ে বৈশম্যর শিকার সচিব পদে পদোন্নতি প্রাপ্ত ড.মোঃ ফরিদুল ইসলাম ও এক সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোড় কেন্দ্রীয় ছাত্রনেতা আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল জগলু ভিডিও কনফারেন্সের মাধ্যমে সার্বক্ষণিক এই ক্যাম্পের দিকনির্দেশনা প্রদান করে এই মানবতার সেবার যাত্রা শুরু করেন।উদ্বোধনী অনুষ্ঠানে স্বপ্ননীড় বেশরগাতি এতিম ও বৃদ্ধ নিবাসের সভাপতি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার শেখ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ অসীম কুমার সমাদ্দার।বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা ইসলামিক ব্যাংক হাসপাতালের ইএনটি কনসাললেন্ট ডাঃআবু জাফর মোঃ সালেহ,সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ প্রদীপ কুমার বকশী, সদর হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন,স্বনামধন্য শিক্ষক মিফতা উদ্দিন, স্বপ্ননীড় বেশরগাতি এতিম ও বৃদ্ধ নিবাসের সুপারেন্ট তরিকুল ইসলাম, লতিফ মাষ্টার জামে মসজিদের সাধারণ সম্পাদক সাবেক বিজিবি কর্মকর্তা কবির হোসেন মিন্টু, লতিফ মাস্টার লাইব্রেরির সভাপতি সালমান হোসাইন, শিক্ষক শেখ শাহজাহান আলী,স্বপ্ন নীড় বেশরগাতি এতিম ও বৃদ্ধ নিবাসের সাধারণ সম্পাদক শেখ শামীম হাসান,কোষাধক্ষ্য মোঃ বোরহান উদ্দিন, স্বেচ্ছাসেবক, মাহফুজুর রহমান, সুমন হাওলাদার, রেজাউল কাজী, জিহাদুল ইসলাম, আলিফ ইসলাম, সুরাইয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, রুকাইয়া আক্তার, তনিমা তাসনিন,মুর্শিদা আক্তার, কাজী হুমায়ুন কবির, মোঃ তরিকুল ইসলাম, মোঃ ইব্রাহিম শেখ, মতিয়ার হোসেন রতন,সাদিকুল ইসলাম, মোঃ হিজবুল্লাহ, মমতা, আমির হামজা, শেখ,রাসেল, রনি ফকির,মুজাহিদ ফকির, রুপালি আক্তার, মির্জা হিমু আলামিন মোল্লা,সাদিয়া আক্তার প্রমখ। প্রধান অতিথি ডাঃ অসীম কুমার সমাদ্দার ফিতা কেটে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ সূচনা করেন। শীতের সকালে অসহায় হতদরিদ্রদের চিকিৎসা সেবা দিলেন,খুলনা ইসলামী ব্যাংক হাসপাতালের ইএনটি কনসালটেন্ট ডাঃ
আবু জাফর মোঃ সালেহ, স্বনামধন্য চিকিৎসক ডাক্তার প্রদীপ কুমার বকশি,ডাঃ কুমারেশ।লতিফ মাস্টার ফাউন্ডেশনে শত শত অসহায় নারী পুরুষ বুক ভরা আশা নিয়ে চিকিৎসা সেবা এবং ফ্রি ঔষধ পেয়ে খুশি মনে সবাই বাড়ি ফিরে যায়। ইএনটি ডাঃ আবু জাফর মোঃ সালেহ লতিফ মাষ্টার ফাউন্ডেশনের অসহায় রুগীদের ফ্রি অপারেশন এবং ডাঃ প্রদীপ কুমার বকসীর চিকিৎসা সেবা ও মুগ্ধ ব্যবহারে ফ্রি মেডিকেল ক্যাম্পের উপস্থিত সকলের নজর কাড়ে।এখানে প্রতি শনিবার অসহায় মানুষের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হবে।