মোঃ জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
বিএনপির অনেক নেতারা মানুষকে মানুষ মনে করছে না। তাদের দেখলে মনে হচ্ছে আমরা ক্ষমতায় চলে এসেছি। মক্কা বহু দূর।
শুক্রবার বিকালে ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদারপুর স্টেশন সংলগ্ন খেলার মাঠের কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।
তিনি বলেন, কোটচাঁদপুরের মাটি সোনার মাটি। এ মাটিতে যে বীজ বপন করা হয়, সেটাই ভাল উৎপাদন হয়। এ কারনে সামনের দিন কৃষক যাতে তাদের উৎপাদিত পণ্য রেখে ন্যায্যমূল্যে বিক্রি করতে পারেন সে ব্যবস্থা করা হবে। আমরা দায়িত্ব পেলে এ এলাকায় কোল্ড স্টোরের ব্যবস্থা করা হবে।
কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক আয়েছ উদ্দিন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী বিশ্বাস। অনুষ্ঠান উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোমিনুর রহমান মোমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেত্রী সানজানা চৈতী পপি, পৌর বিএনপি সাধারণ সম্পাদ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, জেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক আব্দুর রশিদ মোহন, জেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক লাভলুর রহমান বাবলু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মীর ফয়েজ এলাহী শিমুল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কাশেম বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, সদস্য সচিব মাহফুজ আলম মামুন, পৌর যুব দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান প্রমুখ। কর্মীসভা সঞ্চালনা করেন পৌর কৃষক দলের কৃষিবীদ ফিরোজ উদ্দিন মানিক, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দল, শ্রমিকদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।