মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টারঃ
ভারতের আগ্রাসনের বিরুদ্ধের বিএনপির তিন সহযোগী সংগঠন ছাত্রদল,যুবদল ও সেচ্ছাসেবক দলের ডাকে ঢাকা টু আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত এলাকার উদ্দেশ্যে লংমার্চ শুরু হয়েছে।নারায়গঞ্জে বিভিন্ন ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড ও মিছিলে স্লোগানে লংমার্চকে স্বাগত জানিয়েছেন ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের সমাগম পেরিয়ে নারায়ণগঞ্জ অতিক্রম করে এগিয়ে যায় লংমার্চ।এর আগে,বুধবার রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হতে সকাল ৮ ঘটিকায় জাতীয়তাবাদী যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লংমার্চের উদ্বোধন করেন।এরপর সকাল সাড়ে ৯ টায় দিকে এটি নারায়ণগঞ্জে প্রবেশ করে।নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় নেতাকর্মীরা আগেই থেকেই জড়ো হয়েছিলেন লংমার্চকে স্বাগত জানাতে।সাইনবোর্ড এলাকা হতে চিটাগাং রোড হয়ে সোনারগাঁয়ের কাঁচপুরেও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।এ সময় গাড়ি থেকে হাত মাইকে কথা বলে নেতাকর্মীদের উৎসাহ যোগায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না।এরপর তারাব বিশ্বরোড হয়ে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া পার হয় লংমার্চটি।সকাল সাড়ে ১০ টার দিকে রূপগঞ্জ পার হওয়ার সময় প্রতিটি মোড়ে মোড়ে হাজারো নেতাকর্মী লংমার্চকে স্বাগত জানিয়েছেন।সকাল ১১ টার দিকে লংমার্চ আড়াইহাজার উপজেলায় অতিক্রম করে।সেখান থেকে পাঁচরুখীতে নেতাকর্মীদের অতিক্রম করে নারায়ণগঞ্জ শেষ করে লংমার্চটি।এরপর নরসিংদী প্রবেশ করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে(সীমান্তে)সমাবেশের মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচি শেষ হবে।ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা,বাংলাদেশের পতাকার অবমাননা ও মিডিয়ায় বাংলাদেশের তথ্য সন্ত্রাসীর প্রতিবাদে এই লংমার্চ কর্মসূচিটি পালন করছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির তিন সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                