বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার, নওগাঁ।
নওগাঁর পত্নীতলা উপজেলায় (১৫ অক্টোবর) বুধবার সকাল ১০ ঘটিকার সময় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আজ এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকর্মী, নজিপুর পৌরসভা, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
র্যালিটি সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা হাত ধোয়ার গুরুত্ব সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন এবং হাত ধোয়ার সঠিক পদ্ধতি নিয়ে বিভিন্ন শ্লোগান দেন। পত্নীতলা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলীর অধিদপ্তরের আয়োজনে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোঃ আলীমুজ্জামান (মিলন)স্যার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)পত্নীতলা নওগাঁ, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সন্তোষ কুমার কুন্ডু, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা, পত্নীতলা নওগাঁ। আলোচনা সভায় বক্তারা বলেন, “হাত ধোয়া একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর অভ্যাস যা আমাদের অসংখ্য রোগ থেকে রক্ষা করতে পারে।”
বিশেষজ্ঞগণ আরও জানান, সঠিক নিয়মে এবং সঠিক সময়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে ডায়রিয়া, নিউমোনিয়া, ফ্লু সহ নানা ধরনের সংক্রামক রোগ থেকে শিশু ও প্রাপ্তবয়স্কদের রক্ষা করা সম্ভব।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়ার কৌশল শেখানো হয় এবং সচেতনতামূলক লিফলেট সাবান ও খাবার বিতরণ করা হয়।