আবুজর গিফারী, বেড়া উপজেলা প্রতিনিধিঃ
পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের উৎসবের কথা শোনা গেলেও সবজি খিচুড়ি ভোজ উৎসবের কথা হয়তো অনেকের কাছেই নতুন। ব্যতিক্রমী এক সবজি খিচুড়ি ভোজ উৎসবের আয়োজন করেছে বেড়া পৌরসভার অন্তর্গত বেড়া দক্ষিণপাড়া যুব সমাজ।
অদ্য ২৪ জানুয়ারী, ২০২৫, শুক্রবার, ব্যতিক্রমী এই ভোজ উৎসবের আয়োজন করা হয় বেড়া দক্ষিণপাড়া ময়দানে।
সারাদিনব্যাপী বিভিন্ন হাটে বাজারে ঘুরে ঘুরে আয়োজক যুবক কমিটি ভোজ উৎসব আয়োজন এর জন্য সব ধরনের সবজি ক্রয় করে। এরপর প্রায় শতাধিক যুবক সবজি কেটে কেটে খিচুড়িতে দেয়ার উপযোগী করার কাজে আত্মনিয়োগ করতে দেখা যায়।
এই গ্রামের বাসিন্দা আলহেরা একাডেমির শিক্ষক মোহাম্মদ নূরনবী, এর কাছে তাদের এই সবজি খিচুড়ি ভোজ উৎসব সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন যে, “২০১৩ সালে ছোট আকারে শুরু হলেও বর্তমানে এটি উৎসবের রূপ নিয়েছে, যার ধারাবাহিকতায় আজ ১১ তম বার্ষিকী পালিত হচ্ছে। তিনি আরো বলেন, উৎসবের জন্য ২০০ কেজি চাউল, ৮০ মন সবজি, ৫০ কেজি ডাউল দিয়ে সবজি খিচুড়ি রান্না করা হচ্ছে, যা গ্রামের লোকজন নিজস্ব অর্থায়নে করেছে।”
সন্ধ্যা ৭টা হতে শুরু হয়ে রাত প্রায় দশটা পর্যন্ত ভোজন পর্ব চলতে থাকে। এবারের ভোজ উৎসবে প্রায় সাড়ে পাচ হাজার লোক অংশগ্রহণ করেন।