আবুজর গিফারী, স্টাফ রিপোর্টাঃ
২২ জুলাই, মঙ্গলবার, বেড়া সমাজসেবা অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম ও উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মুত্তালিব সরকারের উপস্থিতিতে চেক বিতরণ করা হয়।
মুত্তালিব সরকার জানান যে, বেড়া সমাজ কল্যাণ তহবিল থেকে দুস্থ অসহায়, শারীরিক প্রতিবন্ধী, দুরারোগ্য রোগী আক্রান্ত রোগী সহ বিভিন্ন সময় এ ধরনের অর্থনৈতিক সহযোগিতা করা হয়ে থাকে।
উপজেলা সমাজ কল্যাণ কমিটির তহবিল হতে ২০২৪-২৫ অর্থবছরের একজন আর্সেনিকের আক্রান্ত রোগীকে ১০ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য একজন দরিদ্র ছাত্রকে ১০ হাজার টাকার চেক প্রদান করেন জনাব মোঃ মোরশেদুল ইসলাম।