ঢাকাFriday , 21 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বেড়ায় হিফজুল কুরআন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ।

দেশ চ্যানেল
March 21, 2025 12:54 pm
Link Copied!

আবুজর গিফারী, উপজেলা প্রতিনিধি

পাবনার বেড়ায় হিফজুল কুরআন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার(২১ মার্চ) দুপুরে মরহুম এ্যাডঃ আব্দুর রহিম এবং বেগম নুরুন্নাহার স্মৃতি পরিষদের আয়োজনে সিএন্ডবি বাসস্ট্যান্ড জামে মসজিদে দিনব্যাপী এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাবেক সচিব,রেলপথ মন্ত্রণালয় ও সার্বক্ষনিক সদস্য,জাতীয় মানবাধিকার কমিশন সেলিম রেজা।

বিষেশ অতিথি ছিলেন, ডাঃ আব্দুল আওয়াল, আলহেরা স্কুল ও কলেজের প্রিন্সিপাল হাকিমুল কবির, গ্যালাক্রি স্কুল ও কলেজের প্রিন্সিপাল এম এ সালাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ে সাবেক ডেপুটি ডিরেক্ট এটিএম ফজলুর রহিম, লেঃ কর্নেল ডাঃ জামিল জাইদুর রহিম।

অনুষ্ঠানে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন করমজা দাখিল মাদরাসার প্রিন্সিপাল মাওঃ আবু দাউদ, শেখপাড়া জামে মসজিদের খতিব হাফেজ আবদুল্লাহ, তানবিরুল উম্মাহ মাদরাসার শিক্ষক হাফেজ নূহ আলম, শানিলা ক্যাডেট মাদরাসার প্রিন্সিপাল মাওঃ মাহফুজ।

ঢাকাসহ দেশের বিভিন্নস্থান থেকে ১০০ জন প্রতিযোগীদের মধ্যে গাইরে হাফেজ ৫ ও হাফেজে কুরআন ৫ মোট বিজয়ী হয়েছেন ১০ জন ।

গাইরে হাফেজে প্রথম স্থান অধিকৃত হয় সাঁথিয়া তেথুলিয়া এতিমখানা মাদরাসার মোঃ রিহাদুজ্জামান রুজন ও হাফেজে কুরআনে প্রথম স্থান অধিকৃত হয় শাহজাদপুর জামিয়া রশিদিয়া নূরবক্র মাদরাসার হাফেজ মোঃ আবুল হাসেম। বিজয়ীদের পুরস্কার হিসাবে ১ম জনকে ১০ হাজার, ২য় ৭ হাজার, ৩য় ৫ হাজার, ৪র্থ ৩ হাজার ও ৫ম কে ২ হাজার করে নগদ টাকা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST