মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় বোদা প্রতিনিধি।
গতকাল গভীর রাতে পঞ্চগড়ের বোদায় এলাহি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিস অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে প্রায় দুই ঘন্টা পড়ে জনগণের সহায়তাসহ আগুন নিয়ন্ত্রণে আনে। কারেন্টের শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। গভীর রাতে মুঠো ফোনে খবর পেয়ে ছুটে আসেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির। এবং আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সেখানে তিনি অবস্থান করেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকেদের খোঁজখবর নেন এবং সহায়তার আশ্বাস দেন। অ্যাডভোকেট লেলিন গণমাধ্যম কর্মীদের জানান আগুন লাগার খবর পেয়ে আমি ঘটনা স্কুলে ছুটে আসি এবং এসে দেখি বেশ কয়েকটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায় এতে অনেক ক্ষয়ক্ষতি হয়। বোদা বাজার বণিক সমিতির সভাপতি ফিরোজ চৌধুরী জানান আশেপাশে পুকুর বা পানির ব্যবস্থা ব্যবস্থা না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে। তিনি বোদা বাজার বণিক সমিতির পক্ষ হতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সহায়তার আশ্বাস দেন। পুড়ে যাওয়া দোকান গুলোর মধ্যে ছিল ফলের দোকান খাবার হোটেল ও কীটনাশক এবং সারের গোডাউন।