বিপ্লব কুমার দাস। জেলা প্রতিনিধি ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের রাজাপুর গ্রামে শহীদ মেম্বারের বাড়ির পাশে গাছের ডালে ঝুলে থাকা মরদেহটি অজ্ঞাত ব্যাক্তির মরদেহটি কার? আনুমানিক ৪০-৫০ ফুট গাছের ওপরে মগডালে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির ম’রদে’হ পাওয়া গেছে। আজ বেলা ১২ টার দিকে স্থানীয়রা বাগানের ভিতরে গাছের ডালে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এটি উদ্ধারের চেষ্টা করছেন। ধারণা করা হচ্ছে লাশটি আরও ৫/৬ দিন আগের হতে পারে। কে বা কারা হত্যা করে অথবা কিভাবে ঘটনাটি ঘটলো এ নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।