ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা উপজেলা ডাকাতিয়া দক্ষিণ পাড়া খতিয়ান ২১৬৬, সাবেক দাগ ৮৫৪২, হালদাগ ২৩৭৩৯, জমির পরিমান ১৮ শতাংশ। মোঃ মোক্তার হোসেন পিতা মৃত নুর জামাল এর বাড়ি নিয়ে এমন অভিযোগ উঠেছে। মোক্তার হোসেন জানান বাড়ীটি আমার বাবার পৈত্তিক সম্পত্তি যাহা আজ থেকে ২০/২৫ বছর পূর্বে টিন দিয়ে তৈরি করা হয়। এখন বিবাদীরা দাবী করছে এটা তাদের কেনা সম্পত্তি।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ডাকাতিয়া দক্ষিণ পাড়া আজিজুল হক, পিতা মৃত ছালাম,আকবর আলি পিতামৃত কেরামত আলী ও জসিম উদ্দিন পিতা রফিকুল ইসলাম সর্ব সাং ডাকাতিয়া দক্ষিণ পাড়া ভালুকা উপজেলা। এরা এলাকার আতংক, দীর্ঘ দিন ধরে আমাদের সংগে বিরোধ করে আসছে, আমার ২৫ বছরে বসতবাড়ি হইতে উচ্ছেদ করার পায়তারা করে আসছে (যাহা আমার বাপ চাচার নামে বিআরএস হয়েছে) ও দুই লক্ষ টাকা চাঁদা না দিলে খুন জখম এবং মামলা দিয়ে হয়রানি করবে বলে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে। এরা বিগত ফ্যাসিস সরকারের দালাল। এখনো এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে বেড়ায়। তাই আমি উপায়ান্ত না পেয়ে গ্রাম্য সালিশের ধারস্হ হই, সালিশে আমার বৈধতা হওয়ায় বিবাদী গণ আমাদের উপর চওড়া হয়ে আঘাত করতে তেড়ে আসে যাহা উপস্থিত মাতাব্বরগণ স্বাক্ষী।
সঠিক এবং ন্যায় বিচারের স্বার্থে ভালুকা উপজেলা সহকারী ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর র লিখিত অভিযোগ করি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান অভিযোগ পেয়েছি উভয় পক্ষ ডেকে কাগজপত্র দেখে সিদ্ধান্ত নেয়া হবে। তবে দোষীদের অবশ্যই শাস্তি ব্যবস্হা করা হবে।