ভেড়ামারা প্রতিনিধি –
কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ভেড়ামারা শাখা আয়োজিত পল্লী জীবিকায়ন প্রকল্প -৩য় পর্যায়ে বিআরডিবি হলরুমে সুফল ভোগীদের ৩দিন মেয়াদী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মশালা চলছে। আজ ২য় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ তদন্ত লুৎফর রহমান, স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে লাইফ স্টাইল ও খাদ্যভাস পরিবর্তন নিয়ে আলোচনা করেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক ডাঃ কামরুল ইসলাম মনা।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু পরিবারের সফলতায় মায়েদের ভূমিকা শীর্ষক আলোচনা করেন।
বিআরডিবি কর্মকর্তা জহির উদ্দিন প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও লক্ষ্যমাত্ৰা নিয়ে বিস্তারিত তুলে ধরেন,
ক) মূল লক্ষ্য:
গ্রামীণ জনগোষ্ঠীকে সংগঠিত করে প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে কৃষি ও অকৃষি উৎপাদন বৃদ্ধি করে তাঁদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা।
খ) প্রকল্পের সুনির্দিষ্ট উদ্দেশ্যসমূহ:
(১) দরিদ্র মহিলা ও পুরুষদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সক্রিয় সংগঠন সৃষ্টি ও ব্যবস্থাপনা;
(২) সংগঠিত উপকারভোগীদের সচেতনতা ও উপযুক্ত জীবিকায়নের মাধ্যমে আয়বর্ধন সক্ষমতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি;
(৩) কোভিড-১৯ এর কারণে বিদেশ প্রত্যাগত কর্মহীন শ্রমিকদের কর্মমুখী প্রশিক্ষণোত্তর পুনর্বাসন;
(৪) সুফলভোগীদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে বিপণন সংযোগ স্থাপন এবং ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিতকরণ;
(৫) টেকসই পল্লী উন্নয়নের লক্ষ্যে প্রকল্পভুক্ত ২২০টি উপজেলার পল্লী উন্নয়ন দলসমূহকে সার্বিক জীবিকায়নের মাধ্যমে স্বয়ম্ভর ও শক্তিশালীকরণ।
গ) লক্ষ্যমাত্রাসমূহ:
(১) বিদ্যমান সমিতিসহ ২৩,৩৩১ টি পল্লী উন্নয়ন দল গঠন এবং রূপান্তর ও পুনর্গঠনের মাধ্যমে ৭,০০,০০০ জন সদস্য প্রকল্পভুক্তকরণ (যার মধ্যে ৮০% নারী);
(২) ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে বিদ্যমান ৬১১৩.৭৭ লক্ষ টাকাসহ ২৫৯১৩.৭৭ লক্ষ টাকা পুঁজি গঠন;
(৩) দক্ষতা উন্নয়ন ও আয়বর্ধনমূলক প্রশিক্ষণের মাধ্যমে ২,৬৪,০০০ জন নারীসহ ৩,৩০,০০০ জনকে প্রশিক্ষণ প্রদান;
(৪) ৭,০০,০০০ জনের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি;
(৫) কোভিড-১৯ এর কারণে বিদেশ প্রত্যাগত কর্মহীন শ্রমিকদের কর্মমুখী প্রশিক্ষণোত্তর ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ বিতরণ।
বিশেষ অতিথি ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ তদন্ত লুৎফর রহমান ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ ইত্যাদি নিয়ে আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আগামীকাল উক্ত প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হবে।