ভেড়ামারা প্রতিনিধি –
কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার আজ বিকাল ৪ ঘটিকার সময় ভেড়ামারাস্হ প্রতিনিধির যুগান্তর পত্রিকার কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুভ জন্মদিন পালন করা হয়। যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল মহসিন আল মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ তদন্ত লুৎফর রহমান, আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি চেতনায় কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক ও দৈনিক হিসনা বাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আরিফুজ্জামান লিপটন, কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি লেখক আসমান আলী প্রমূখ।
অনুষ্ঠানে সাংবাদিকগণ এবং স্বজন সমাবেশে গণ্যমান্য পাঠক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন ভেড়ামারা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আল-আমীন এবং অনুষ্ঠান টি পরিচালনা করেন ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয় এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দৈনিক মানব জমিন এর ভেড়ামারা প্রতিনিধি শাহ জামাল।