মো. মোরসালিন ইসলাম
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পাইকারি কাঁচা বাজার ও ভোক্তা পর্যায়ে আলুর মূল্য সহনশীল পর্যায়ে রাখতে বাজার মনিটরিং করেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুর ২ টার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ফুলবাড়ী কাঁচা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় ফুলবাড়ী বিজিবি একটি চৌকস টিম অভিযানে ছিলেন।
প্রসঙ্গত গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় খুচরা বাজারে আলুর দাম ৩৫-৩৬ টাকা ও পাইকারি বাজারে ২৬- ২৭ টাকা দরে ক্রয়- বিক্রয় করার নির্দেশনা দেন। কিছু অসাধু ব্যবসায়ী আলু মজুদ রেখে বাজার কৃএিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করার চেষ্টা করছে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী কাঁচাবাজারে সকল ব্যবসায়িক দের বলেন, সরকারি নির্ধারিত মূল্যে চেয়ে আলুর দাম ৩৬ টাকা বেশি নিলে উপজেলা প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। এই অভিযান অব্যাহত থাকবে ।