সুলাইমান পোদ্দার তজুমদ্দিন প্রতিনিধি
ভোলার তজুমদ্দিন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে তারেক রহমান ও খালেদা জিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতাকর্মীরা।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে (০১ অক্টোবর) বুধবার তজুমদ্দিন উপজেলা যুবদলের সভাপতি নাছির উদ্দীন ভুট্টা, যুবদল নেতা আলহাজ্ব জাহিদুর রহমান মিরন ও তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা আলহাজ্ব সাইদুর রহমান রিপনের নেতৃত্বে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তজুমদ্দিনের বিএনপির একঝাঁক নেতৃবৃন্দ।
বুধবার বিকেল থেকে রাত ১১ টা পর্যন্ত তজুমদ্দিনে শশীগঞ্জ শ্রী শ্রী কেন্দ্রীয় কালি মন্দির, পশ্চিম পাড়া হরি মন্দির, শশীগঞ্জ বাজার শ্রী শ্রী কালি মন্দির, ছোট ডায়রী বাজার দুর্গা মন্দির, শিবশক্তি মন্দির , ভুবন ঠাকুর বাজার শিব মন্দির সহ তজুমদ্দিনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন নেতাকর্মীরা ।
মণ্ডপ পরিদর্শনকালে উপজেলা যুবদলের সভাপতি নাছির উদ্দীন ভুট্টো বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তার পরিস্থিতির খোঁজখবর নেন।
উপজেলা যুবদল নেতা আলহাজ্ব জাহিদুর রহমান মিরন বলেন দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি সম্প্রদায়িক সম্প্রীতির উৎসব।এবারের দুর্গাপূজায় আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট ভূমিকা রাখছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পুলিশ প্রশাসন, বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী এবং আনসার বাহিনী সকলে একযোগে নিরাপত্তার জন্য কাজ করছেন তাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং সনাতন ধর্মাবলম্বী সকলকে শারদীয় দূর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানাই। এসময় তিনি সেখানে তারেক রহমানের ৩১ দফা দাবি তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা সুলাইমান পোদ্দার, সাখাওয়াত হোসেন তালুকদার, নজরুল ইসলাম, আবু রায়হান পন্ডিত, স্বেচ্ছাসেবক দলনেতা আজাদ হোসেন রাসেল, রিপন পাটোয়ারী, নাসিম উদ্দিন,শিবলুর রহমান।তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের সদস্য মিরাজ উদ্দিন,নুরুন্নবী রাসেল, রিহান হোসেন তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মমিনুল ইসলাম শাকিল, সদস্য মমিন উদ্দিন, জুবায়ের হোসেন, তামিম পন্ডিত, মেহেদী পাটোয়ারী, তানজিদ হোসেন, মোহন তালুকদার সহ অনন্য নেতৃবৃন্দ।
এদিকে উপজেলার প্রতিটি পূজা মন্ডপে দর্শনার্থীদের ব্যপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসনের তৎপরতা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা করছেন সবাই।