ভোলা সংবাদাতাঃ
বরিশাল রেঞ্জ পুলিশ উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ ২০২৩ ইং সালের সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত করেছেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল রেঞ্জ কার্যালয়ের হলরুমে বরিশাল রেঞ্জ ডিআইজি মো: জামিল হাসান বিপিএম-সেবা পিপিএম এর সভাপতিত্বে সেপ্টেম্বর মাসে উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ বরিশাল বিভাগের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ১১ জন পুলিশ অফিসার শ্রেষ্ঠ হওয়ায় তাদেরকে পুরষ্কৃত করা হয়।
এ সময় বরিশাল বিভাগের পুলিশের ঊর্ধ্বতন অফিসারগণ উপস্থিত ছিলেন।
১১ জন পুলিশ অফিসারের মধ্য ভোলার ৪ জন পুলিশ অফিসার শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার লাভ করেন। তারা হলেন – ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম ( বিশেষ পুরস্কার) অতিরিক্ত পুলিশ সুপার, ভোলা সদর সার্কেল রিপন চন্দ্র সরকার (রেঞ্জ শ্রেষ্ঠ সার্কেল অফিসার) ভোলার সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহীন ফকির বিপিএম ( রেঞ্জ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ) ভোলা সদর মডেল থানার এস আই গোলাম মোস্তফা ( রেঞ্জ শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার) হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ রেঞ্জের শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন তারা।