জিয়াউল হক,দূর্গাপুর উপজেলা প্রতিনিধি,নেএকোনা।
ময়মনসিংহে দুই দিন ব্যাপী শিক্ষানবিশ ও তরুন সাংবাদিকদের নিয়ে সাংবাদিকতা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে গণমাধ্যম উন্নয়ন বিষয়ক প্রতিষ্ঠান।
শহরের র্যালির মোড় এলাকায় দেশ এনজিও’র হলরুমে প্রশিক্ষণ কর্মশালায় প্রথম দিন ২৬ নভেম্বর ও ২৭ নভেম্বর এ প্রশিক্ষন অনুষ্টিত হবে।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা তথ্য কার্যালয়ের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ।
সকাল ১০ টা থেকে পরিচিতি পর্বের মধ্য দিয়ে সকালের সেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর কাবির উল হাসান।
উদ্বোধনীতে বক্তব্য রাখেন এবং পরবর্তীতে সেশন পরিচালনা করেন আইএমসিএমএসআর এর প্রধান সমন্বয়ক এবং কোর্স এডিটর স্বাধীন চৌধুরী, আইএমসিএমএসআর এর সমন্বয়ক এবং কোর্স কোর্ডিনেটর ইমরান হাসান শিমুল, কোর্স ট্রেইনার সময় টিভির সিনিয়র সাংবাদিক সাদিকুর রহমান, সময় টিভি এবং বাংলাদেশ প্রতিদিনের নেত্রকোনা’র রিপোর্টার আলপনা বেগম, প্রথম আলো’র স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় ২৫ জন পেশাদার ও তরুন শিক্ষানবিশ সংবাদকর্মী অংশগ্রহণ করেন। মঙ্গলবার শুরু হওয়া এই প্রশিক্ষণ চলবে বুধবার বিকাল পর্যন্ত।