ঢাকাMonday , 5 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মহাদেবপুরে পুলিশ সুপারের ঝটিকা অভিযান: উচ্ছেদ হলো অবৈধ স্থাপনা, যানজটমুক্ত মহাসড়ক।

দেশ চ্যানেল
January 5, 2026 4:33 pm
Link Copied!

বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার,নওগাঁ

নওগাঁ-মহাদেবপুর-পোরশা আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর বাজার এলাকায় শৃঙ্খলা ফিরাতে দিনব্যাপী এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে সরাসরি উপস্থিত থেকে তদারকি করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

দীর্ঘদিন ধরে মহাদেবপুর বাজারের প্রধান সড়কের রোড ডিভাইডার বরাবর অবৈধ পার্কিং এবং ভ্রাম্যমাণ দোকানের কারণে সাধারণ মানুষের চলাচল বিঘ্নিত হচ্ছিল। অভিযানকালে পুলিশ বেশ কয়েকটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। এসময় সড়ক পরিবহন আইন ভঙ্গের দায়ে অর্ধশতাধিক মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়। এছাড়াও বৈধ কাগজপত্র না থাকায় বেশ কিছু মোটরসাইকেল জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পরিদর্শনকালে পুলিশ সুপার স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন। স্থানীয়রা জানান, অবৈধ দখল ও যত্রতত্র পার্কিংয়ের কারণে এই গুরুত্বপূর্ণ সড়কটি সংকুচিত হয়ে পড়েছিল, যা প্রতিনিয়ত যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছিল। বর্তমান পুলিশ সুপারের সময়োপযোগী উদ্যোগ এবং মহাদেবপুর থানা ও ট্রাফিক পুলিশের তৎপরতায় সড়কটি এখন প্রশস্ত ও চলাচলের উপযোগী হয়েছে। এই পরিবর্তনের জন্য তারা জেলা পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিয়মিত এমন অভিযান পরিচালনার অনুরোধ জানান।

অভিযান শেষে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহাদেবপুরবাসীকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন: সড়ক আমাদের সবার। যেখানে সেখানে অবৈধ পার্কিং করবেন না এবং সড়কের ওপর দোকান বসিয়ে জনদুর্ভোগ তৈরি করবেন না। নিয়ম মেনে নিরাপদ পার্কিং করুন এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করুন।”

পুলিশের এই অভিযানে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় জনসাধারণের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST