জাহাঙ্গীর আলম ,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভালাইপুর এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ০২ যাত্রী নিহত ও আহত হয়েছেন অন্তত আরও ০৪ জন।
২৩ জানুয়ারী (মঙ্গলবার) উপজেলার ভালাইপুর দরগাহ এলাকায় সকালে মহেশপুর খালিশপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হয়েছেন, কাশেম মিয়া ও আলমগীর হোসেন। নিহতদের বাড়ি উপজেলার ঘুগড়ী ও পান্তাপাড়া গ্রামে।
স্থানীয়রা জানান, অটোরিকশা যোগে কয়েকজন যাত্রী মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালিবোঝাই ট্রাক সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী কাশেম মিয়া ও আলমগীর হোসেন নিহত হন। এসময় আহত হন অন্তত আরও ০৪ জন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে এক জনকে যশোর রেফার্ড করা হয়।