মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি
অল্প সময়ে,স্বল্প খরচে,সঠিক বিচার পেতে সবাই মিলে চলো যাই গ্রাম আদালতে এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জের ৬নং আদারভিটা ইউনিয়ন পরিষদ মিলনায়তন ভবনে বৃহস্পতিবার দুপুর ১টার সময় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী আয়োজন করা হয়েছে।
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং আদারভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তৌফিকুল ইসলাম খালেক উপজেলা সমাজসেবা অফিসার মাদারগঞ্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম।উপজেলা কো-অর্ডিনেটর মাদারগঞ্জ , ৬নং আদারভিটা ইউনিয়ন পরিষদের সন্মানিত সদস্য বৃন্দ , স্কুল ও কলেজের শিক্ষক বৃন্দ , মসজিদ মাদরাসা ঈমামগন,সাংবাদিক ও বাংলাদেশ গ্রাম পুলিশবাহিনী সদস্যবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় গ্রাম আদালত সম্পর্কে বিভিন্ন সুবিধা আলোচনা করা হয়।