মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি-২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোট -২০২৬ উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে আইনশৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী।
বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনী মাদারগঞ্জ ক্যাম্পের অধিনায়ক সাফিন আহম্মেদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি রাসেল দিও,মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ,ডিজিএম ওবায়দুল্লাহ আল মাসুম, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক রফিকুল বারী, আনসার ভিডিপি কর্মকর্তা উত্তম কুমার ধর প্রমূখ। এ সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। মাদারগঞ্জ উপজেলার ৬২ টি নির্বাচনী কেন্দ্রে সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন পরিবেশ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

