মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
মাদারগঞ্জ উপজেলার ৬ নং আদার ভিটা ইউনিয়নের কয়রা বাজারে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ ঘটিকার সময় কয়রা বাজারে চাকলাদার মার্কেটে শ্যামগঞ্জ কালীবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্র আয়োজিত বিটপুলিশিং সমাবেশ ও উঠান বৈঠকে সাব ইন্সপেক্টর মোঃ শাহজাহান আলীর সঞ্চালনায়, ৬ নং আদার ভিটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিলিটারির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ (এএসপি সার্কেল) মুস্তাফিজুর রহমান ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ, শ্যামগঞ্জ কালীবাড়ি ফাঁড়ি পুলিশের ইনচার্জ মোঃ জিয়াউল ইসলাম জিয়া, ৬ নং আদার ভিটা ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি প্রভাষক আনিসুর রহমান লাভলু, ৬ নং আদার ভিটা ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, ৬ নং আদার ভিটা ইউনিয়ন জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক প্রভাষক লুৎফর রহমান, ৬ নং আদার ভিটা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সুজা, কয়রা বাজার বণিক সমিতির সভাপতি আওয়াল মিলিটারি।
বক্তব্যে প্রধান অতিথি বলেন এলাকায় মাদক, জুয়া ,বাল্যবিবাহ, চুরি ডাকাতি , ইভটিজিং এর বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে মসজিদের ইমাম মোয়াজ্জিন দলীয় নেতাকর্মী এবং এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।

