ঢাকাTuesday , 11 November 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে গ্রাহকদের টাকা উদ্ধারে সরকারি অফিস বন্ধ করে দিনব্যাপী অবস্থান কর্মসূচী।

দেশ চ্যানেল
November 11, 2025 1:27 pm
Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে গ্রাহকদের টাকা উদ্ধারে সরকারি অফিস বন্ধ করে দিনব্যাপী অবস্থান কর্মসূচী দিয়েছে উদ্ধার সহায়ক কমিটি। মঙ্গলবার বেলা ১১ টা থেকে মাদারগঞ্জ উপজেলার সকল সরকারি অফিসের কর্মকর্তা/কর্মচারীদের বাহিরে বের করে অফিস বন্ধ করে দেয় টাকা উদ্ধার সহায়ক কমিটি।

জানা গেছে গত দুই বছর যাবৎ প্রায় ৩০ টি  সমিতির ৩২ হাজার গ্রাহকদের আমানতের প্রায়  হাজার হাজার কোটি টাকা  ফেরত না পেয়ে হতাশায় কষ্টে পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করছে তারা।

মাদারগঞ্জ সমবায় সমিতির গ্রাহকদের টাকা উদ্ধার সহায়ক কমিটির আমন্ত্রণে হাজারো গ্রাহকদের উপস্থিতিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচী পালন করেন।

বিকাল পৌনে ৫ টায় উপজেলা পরিষদ চত্বরে   বক্তব্য রাখেন টাকা উদ্ধার সহায়ক কমিটির অন্যতম সদস্য  আব্দুর রহিম সোনা মোল্লা ও মাহবুব আলম রতন।

টাকা উদ্ধার সহায়ক কমিটির আহবায়ক শিবলুল বারী রাজু বলেন টাকা না পেয়ে প্যারালাইজড/ ক্যান্সার সহ মৃত্যু ঝুঁকিতে রয়েছে অর্ধশত গ্রাহক।  টাকা সমিতিতে রেখে পাচ্ছে না চিন্তায় চিন্তায় মানসিক ও শারিরীক ভাবে ভেঙে পড়েছেন এমন সংখ্যা হবে ৫ হাজার। ইউএনও অফিস অনির্দিষ্ট কালের জন্য অবরোধ করা হবে এবং এই অবরোধের বিনিময়ে যদি ইউএনও সাহেব আমাদের  চ্যালেঞ্জ করে  ।  যদি আর্মি  ও পুলিশ পাঠায় তাহলে ইউএনও সাহেব কে আমরা দেখে ছাড়বো।  কোন আইনে চাকরি করতেছে তার ক্ষমতা কতটুকু জনগণের ক্ষমতা চাইতে তার ক্ষমতা বেশি কি না সেটা পরিক্ষা করেন।  এই গ্রাহকের টাকা নিয়ে হেলা করবেন, ধোঁকাবাজি করবেন মানুষ গুলোক ঠকাবেন  এবং মানুষ গুলোকে প্রতিদিন মৃত্যুর কোলে ঠেলে দিবেন তাদেরকে অনিশ্চিত করবেন।  তাদের পরিবার ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাবে কষ্টে থাকবে আর আপনারা বসে পরিকল্পনা তৈরি করবেন এইটা হতে পারে না।

বুধবার ও বৃহস্পতিবার  সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আমাদের লাগাতার কর্মসূচী চলমান থাকবে সকলেই যথা সময়ে আসবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST