মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় তারতাপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪ নং বালিজুড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, বিআরডিবি কর্মকর্তা রহুল আমিন, বালিজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা ফকরুল ইসলাম, প্রধান শিক্ষক উম্মে কুলসুম রেবা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব ওমর ফয়সাল প্রমূখ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা কমিটির যুগ্ম আহবায়ক শাহিদুজ্জামান সহ জেলা, উপজেলার নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় অংশ নেয় তারতাপাড়া উচ্চ বিদ্যালয় ও সুখনগরী বফাত উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কর্মশালায় দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪ টি গ্রুপে অংশ নেয় এতে সুখনগরী বফাত উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হয়।