মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ প্রতিপাদ্যে জামালপুরের মাদারগঞ্জে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌরসভা আয়োজিত সোমবার সকাল ১০ টায় উপজেলা চত্বরে র্যালী শেষে খরকা হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শুভ উদ্বোধন করেন তারুণ্যের উৎসব উদযাপন কমিটির সভাপতি ইউএনও নাদির শাহ। বক্তব্য রাখেন এসিল্যান্ড সায়েদা খানম লিজা, উদযাপন কমিটির সদস্য সচিব উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার সদস্য আরিফুল ইসলাম প্রমূখ।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন। উদ্বোধনের পর ইউনিয়ন পর্যায়ের বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান গুলোর শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে অংশ নেয়। কর্মশালায় শ্যামগঞ্জ কালিবাড়ী উচ্চ বিদ্যালয় ১ম ও পলিশা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং ৫ নং জাহানারা উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অর্জন করে। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।